গর্ভ শূণ্য পথ (অপ্রকাশিত)

নিজের ভেতরে খুঁজি হারানোর কতটুকু আছে
বিলিয়ে দেবার মতো সঞ্চয়ের মাটি
তারই মধ্যে দরদাম, শ্মশানে হেঁটেছি৷

পুড়ে যাওয়া কাঠ আর ধোঁয়ার মুকুট
জানে কতটুকু ছিল ভ্রমের যোগান৷

তাই দিয়ে আগুনকে কাঠি!

শূণ্য ঘর, তবু কিছু দেখাতেই চাই
যেন কেউ কোনোদিন ছায়ামূর্তি বানাবে আমার৷

বাটিকে পুকুর ভাবি, খাল কে সাগর
বিদায়ী চৌকাঠ জানে কতটুকু পূর্ণ হলো ঘর৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য