ধ্বজা

প্রতিদিন ধ্বজা ওড়ে, রক্ত মাখে দেশে - বিদেশে, সীমান্তের বুকে..

পাখিদের নিঃস্ব করে, ক্ষমতাকে ঝাঁঝরা করে নিস্তব্ধতা ফিরিয়ে আনে দেশ৷

শুধু নিষ্পাপ গঙ্গার হাওয়ায় যে পতাকা উড়ছে
কোন শব্দ হয়নি সেখানে৷

বহু রক্ত অন্ধকারে নিঃশব্দে ধুয়ে গেছে৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য