ধ্বজা
প্রতিদিন ধ্বজা ওড়ে, রক্ত মাখে দেশে - বিদেশে, সীমান্তের বুকে..
পাখিদের নিঃস্ব করে, ক্ষমতাকে ঝাঁঝরা করে নিস্তব্ধতা ফিরিয়ে আনে দেশ৷
শুধু নিষ্পাপ গঙ্গার হাওয়ায় যে পতাকা উড়ছে
কোন শব্দ হয়নি সেখানে৷
বহু রক্ত অন্ধকারে নিঃশব্দে ধুয়ে গেছে৷
প্রতিদিন ধ্বজা ওড়ে, রক্ত মাখে দেশে - বিদেশে, সীমান্তের বুকে..
পাখিদের নিঃস্ব করে, ক্ষমতাকে ঝাঁঝরা করে নিস্তব্ধতা ফিরিয়ে আনে দেশ৷
শুধু নিষ্পাপ গঙ্গার হাওয়ায় যে পতাকা উড়ছে
কোন শব্দ হয়নি সেখানে৷
বহু রক্ত অন্ধকারে নিঃশব্দে ধুয়ে গেছে৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..