ঘূর্ণন

পৃথিবীর ভেতর পৃথিবী
কার কথা, কত কথা পাথরের খাঁজে
নর্তকীর সাজে,
মলাটের ভাঁজে...
যে বই লেখার চেয়ে মাঝে মাঝে পড়ে নেওয়া ভাল
ভেতরে ভেতরে৷

ঘূর্ণনে হারিয়ে যায় শোক;
কত হাত, বালির প্রণয়৷

এখন আর বিরহ আসে না৷

শ্লথ-প্রাণ অক্টোপাস চোখ
পৃষ্ঠা খুলে পড়ে ফেরে ঘরে
জোনাকি অক্ষরে
লিখেছে তাদের ভাল হোক৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য