পলাশের শোক (অপ্রকাশিত)
মাইগ্রেনের কথা চুরি করে
ঢেলে দিই কুহকের ছাঁচে,
জানিনা কবিতা না কী মৃত্যুর বিন্যাস;
তোমাতে জড়াতে চায় ঝরে যাওয়া অপুষ্টির বিপন্ন পলাশ৷
আদরের স্পর্শ পেয়ে খুলে আসে লুক্কায়িত শোক,
গন্ধের আকারে
নর্দমার বীতশ্রদ্ধ মদ আর মুটেটির কাছে৷
তার কোন প্রেক্ষাগৃহ নেই;
কুটুম্বের শেষ প্রান্তে যৌনতার গন্ধ শোঁকে রোজ৷
কলেজস্ট্রিটের ভীড় থেকে
দূর কোন বস্তির কোণায়
সে সাহিত্য খুজে পায় নেশার গহ্বরে,
পরিমিত শয্যার ভেতর৷
বিক্রি হওয়া মাটির প্রদেশে জেগে ওঠে প্রাঞ্জল নিঃশব্দ৷
এখনও বলবে কবি রাত্রিহীন কবিতাকে
সঞ্জীবনী স্বপ্ন দেওয়া যায়?
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..