প্রয়াণ বন্ধন
শ্মশান পেরিয়ে গেল যুগ; ম্লান
সম্পর্কের টেরাকোটা, সুতোর প্রয়াণ৷
অন্তিম জলের কাছে বাকিটুকু সুখ৷
সময় পাথর হয়ে লেখে শোক, আয়না ও মুখ
ঝাপসা, যত পরিধির বাড়;
অস্থিভষ্ম স্তম্ভ করে গৃহস্থের উদিত সংসার৷
লুকান জলের আসা মানা৷
স্মৃতির গহনা
কতটা বিয়োগ হলে হাসিমুখ উদযাপনে যায়...
ফেলে আসা বান্ধবেরা
সজ্জা ও মাছের ভাগ বেশি খোঁজে শ্রাদ্ধের থালায়৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..