Posts

Showing posts with the label https://youtu.be/NWJ5Jj2ZrdM

বারিষনামা (১৬)

মাঝে মাঝে মেঘ আসে বসে থাকলে, দূরের খেয়ালে; অথবা খেয়াল বহু দূরে ঘুরে আসে কখনো কখনো সবার আড়ালে ধুলো-বালি উড়ে আসে চোখে মুখে, শ্বাসরোধ— জল নেই, ভেজায় পারদ জানি, এমনটা মাঝে মাঝে হয় চুপ থাকে বিশাল প্রলয় হাতহীন হাতিয়ার— অন্ধকারে যুদ্ধ করে সেনা মাঝে মাঝে ঝড় ওঠে, বৃষ্টি নামে না৷ © প্রভাত ঘোষ

রক্তাক্ত ঘুঙুর

ঘুঙুর ভেঙেছে যার, রক্ত ঝরা জমিনে ছয়লাপ বিধবার কাপড়ে ছিটিয়ে— ধুয়ে ফেললে জ্যোৎস্না আর নিংড়ে নিলেই পাপ ভুলে যায় ক্ষমাও সংলাপ শব্দের প্রকৃতি এসে জনান্তিকে দিয়ে যাও আলো চড়া রোদে দৃষ্টি দিলে কালো ফুটোয় চাঁদের আলো, চালা ঘর তবুও রঙিন ভাঙা লবঙ্গের ঝাঁঝে প্যার বিচূর্ণ লঙ্কার বুকে গোপনে লুকিয়ে থাকে মারণের বিষেলা ক্যান্সার কোথায় ধুলোর ঝড়, যেখানে ধুলোর মুঠি চোখে নিজ হাত, নিজের বিচার— ঘাড়ের উদ্দেশ্যে নিজে কুঠার ওঠাবে না কি হাত ধুয়ে সাজাবে বিহার...

ঝালরের শোক

(১) একদিন মহাকাশ নড়ে যাবে, ভূকম্পের আড়ে যে লুকিয়ে রাখা উষ্ণ প্রস্রবণ  পুড়িয়ে দিচ্ছে চামড়ায় ঢাকা জীবন্ত ঝালর— প্রাণবন্ত পাখিটির ঘর ঢুঁ মেরে লণ্ঠণের বাতি ঠেলে জ্বলে উঠল চাতালের খড় মুখোশে লুকিয়ে থাকা মিথ্যের বহর৷ শোনো শোনো ওইখানে চিৎকার দাউদাউ স্বার্থের আগুন প্রতিরোধ, প্রতিবাদ নিবারনে ধেয়ে আসে খুন৷