বারিষনামা (১৬)

মাঝে মাঝে মেঘ আসে
বসে থাকলে, দূরের খেয়ালে;
অথবা খেয়াল বহু দূরে
ঘুরে আসে কখনো কখনো
সবার আড়ালে

ধুলো-বালি উড়ে আসে চোখে
মুখে, শ্বাসরোধ—
জল নেই, ভেজায় পারদ

জানি, এমনটা মাঝে মাঝে হয়
চুপ থাকে বিশাল প্রলয়

হাতহীন হাতিয়ার—
অন্ধকারে যুদ্ধ করে সেনা

মাঝে মাঝে ঝড় ওঠে, বৃষ্টি নামে না৷

© প্রভাত ঘোষ

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য