প্রতিচ্ছবি

ছুটিয়ে চলেছে পথ নিজেকে নিজের থেকে দূর
অচেনা সাম্রাজ্য যেন বিম্বিসার করবে আমায়৷
মেঘে মেঘে যন্ত্রণার আদান প্রদান

অন্ধকার স্রোত ধরে সময় পিছল হয়ে যায়৷

ঘৃন্যতায় ভেসে ওঠা মনের কঙ্কাল
অর্ধচেনা, বিভীষিকা চোখে
ক্ষতবহ্নি মৃতপ্রায়, দ্রোহ চূর্ণ বধির প্রথায়..

বিষাদ বিলোপ হলে নিজেকেই খুঁজে পাওয়া দায়৷

চিহ্নহীন ভ্রান্তিলিপি, মেঘে মেঘে অন্ধকার, ভয়..
এ স্রোত তোমার কেউ নয়৷

ধ্বংসহীন প্রতিচ্ছবি যে দর্পন তোমায় দেখাবে
বিমূর্ত প্রতিক তার চিরকাল পূজ্যের পাতায়৷

বিষাদ ফুরিয়ে গেলে কে তোমার আগুন জ্বালাবে?

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত