নির্বীজ

যে পথে ঈশ্বর আসে সেই পথে কোদাল চালাও৷
ভাঙো..
      ভাঙো..
           ভেঙে ফেল,
                      নক্ষত্র সরাও৷

ফুলে ফুলে চতুর্দিক
দৃষ্টিহীন৷ 
          সংগ্রাম 
                   ফ্যাকাশে..

যাদের ঈশ্বর মানো তারও বুকে লাল জমে আছে৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য