ঘুমন্ত মাধবী

দু-হাত দূরেই যেন শরতের মেঘ
চোখ খুলে আতরে ভেজাবে
বোধের জানালা থেকে ক্রমশই নিজেকে ওড়াই৷

চশমার ফাঁকে ফাঁকে কী ভাবে সময় গলে যায়!!

ঘুমিয়ে রয়েছে উষ্ণতার বীজ মাটির ভেতর
আমি ও আমার মাঝে দ্বন্দের প্রহর
ধৃষ্টতায় বহুবার ছুঁয়েছি সে দেশ৷

ঠোঁটের রেখার কাছে ফিকে লাগে কাশ্মীর প্রদেশ৷

শ্রাবণের মেঘে যেন ঘুমিয়ে রয়েছে
তাই আজও বারিষ আসেনি৷

এবার হারিয়ে যাবে... দুটি পথ যে যার বাসায়
কত যে মাধবীলতা পথে ফোঁটে আর মরে যায়...

মোহের নিদ্রার পাশে কোনোদিন হাঁটেনা সময়৷

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট