Posts

Showing posts with the label প্রেমের কবিতা

অন্ধকার পথে (১)

১) দুটো পাখি জড়াজড়ি দুধ উল্টে পড়ে আছে মেনি কিছু পাতা, ঝরা ফুল, ওরা আসছে— ফাঁকা রান্নাঘর তখনো শুনিনি কার পথমধ্যে লুকানো কবর মেনি আর উঠে এসে ভেজা নাক ঘষে না জামায় পাশে প্রভু অচেতন,  অসহায়, মৃত্যু বুঝি বিভেদ করে না দ্বেষ, ঘৃণা আর প্রার্থনায়! © প্রভাত ঘোষ

ঘুমন্ত মাধবী

দু-হাত দূরেই যেন শরতের মেঘ চোখ খুলে আতরে ভেজাবে বোধের জানালা থেকে ক্রমশই নিজেকে ওড়াই৷ চশমার ফাঁকে ফাঁকে কী ভাবে সময় গলে যায়!! ঘুমিয়ে রয়েছে উষ্ণতার বীজ মাটির ভেতর আমি ও আমার মাঝে দ্বন্দের প্রহর ধৃষ্টতায় বহুবার ছুঁয়েছি সে দেশ৷ ঠোঁটের রেখার কাছে ফিকে লাগে কাশ্মীর প্রদেশ৷ শ্রাবণের মেঘে যেন ঘুমিয়ে রয়েছে তাই আজও বারিষ আসেনি৷ এবার হারিয়ে যাবে... দুটি পথ যে যার বাসায় কত যে মাধবীলতা পথে ফোঁটে আর মরে যায়... মোহের নিদ্রার পাশে কোনোদিন হাঁটেনা সময়৷