আত্মবিশ্লেষক

আগাছা জন্মানো এক সভ্যতার ভিড়ে
আমরা তার একনিষ্ঠ কীটের স্বরূপ৷
রেসের ঘোড়াটি কবে হারিয়েছে পথ...

হু হু অন্তরের কাছে হেরে গেছে আত্মবিশ্লেষক৷

নিজেরই ভেতর থেকে সূক্ষ্মতর মৃতের আওয়াজে
চান্ডধ্বনি বাজে,
আগুনের কুণ্ড থেকে চুঁয়ে পড়ে জল৷
বিগত দিনের কাছে আগামীরা বড়ই ফ্যাকাশে

হাঁপের আলোর চেয়ে অন্ধকার বড় ভালো আছে৷

পুকুরে কান্নার দাগ, ওই পারে সমুদ্র হা-ভাতে
ভুলে গেছে জলাশয় বিদ্রোহ শানাতে৷
পথে পথে ছত্রাকের ভিড়
মেরুদণ্ডহীন যুগ যৌবনকে লাঠি দিয়ে যায়

বহু মহাকাল তাই বেঁচে থাকে খনির ভেতর৷

বিষণ্ণ হাওয়ার কাছে প্রতিটি ঋতুর রং চেনা
সকল পথিক জানে
                      গ্রীষ্মকাল কখনো নেভেনা৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য