সমাস
তফাত বুঝিয়ে দিলে উত্তরের তুমুল প্রণয়৷
পা যুগল ডুবে আছে সাহারার থেকে বহু দূর
যতটা অনুশীলন, তার নিচে প্রত্যাখ্যান, ভয়৷
শিথিল গাড়ির চাকা খুলে আসে সাম্যের আধারে৷
তুমি ও আমার মাঝে
সাধনা ও সংগ্রামের ফাঁক৷
বিভ্রমের আগে
জলের সমতা যদি মুছে দিত মধ্যবিত্ত ত্রাস৷
অনুরাগ ভিজে গেলে
মৃত তারাটির বুকে উড়ে যেত ঝিনুক, বিশ্বাস৷
পরিধীর সীমিত বিস্তারে..
মৃত্যুকে আঘাত করে শ্রাবণের বৃষ্টির খাতায়
নাম লিখে বেঁচে থাকা যায়৷
জঞ্জালের ভার ঝেড়ে গাঙ্গেয় প্লাবনে
পরিত্রাণ, কালের যাত্রায়৷
কিছুটা পেরিয়ে এলে মেঘ
সমীহ এগিয়ে চলে উত্তরের পথে
তোমায় জানাতে
বারিষের ফোঁটা যদি শিখে নিত প্রেমের সমাস
অনুষঙ্গ, প্রিয়জন, বহু বহু... দূরে বসে
প্রার্থনার ঝিনুক, বিশ্বাস৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..