সঙ্গম
চেনা গৃহপথ ধরে ছুটে যাচ্ছে যান্ত্রিক বুলেট
আমি তার মধ্যেকার একছত্র হাড়ের শরিক
অন্ধকার দুপাশে নিথর
তারই মাঝে দু-একটি জোনাকির ঘর
চাকা ও ট্র্যাকের যুদ্ধে
একলা আমি স্থির৷
ছন্দে ছন্দে গ্রন্থনাচ, কাব্যরস নিহিত জ্বালানি
যতটুকু পড়েছি শুভ্রকে,
আমি তার কিছুই লিখিনি৷
কবিতা ও ড্রাগের ভেতর
গ্রন্থ থেকে গ্রন্থির ফারাক
নিয়ত সঙ্গম করি... সে আমার দ্বিধাহীন পাপ৷
✍ প্রভাত ঘোষ ⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..