অধ্যায়

ঘর ফেলে হেঁটে গেছে বিলাসপ্রবণ
পুং-বৈভব অন্ধকার পথ
নৈঃশব্দ গ্রহণে৷

যতটা পাবার ছিল
তারও চেয়ে হারাই ওজনে৷

দেশিয় নৈবেদ্যপূত বিদেশি কাঠামো
বেড়াতে এসেছে নিজ ভূমি৷

কী নিবিড় নিঃসঙ্গের গলি!

ভালো হলে বাসার অধ্যায়
আমি ভালবেসে আজও থেকে যেতে পারি৷

যতটা বুকের মাঝে খিদে
মুখে তার চেয়ে বড় কম৷
চৌকাঠ, দাওয়ার মাটি বড় নির্বান্ধব৷

হে মাটি বপন করো৷

যন্ত্রণার অবকাশে ঘ্রাণ নিতে দাও৷
ঘড়িতে সময় শেষ হলে
               ভেতরের খিদেও হারায়৷
              ✍ প্রভাত ঘোষ⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত