অতিক্রম

দুর্গম স্রোতের বুকে দর্পনের বড়োই অভাব৷ যে ডুবুরি আজীবন গভীরতা সন্ধান করেছে, তারই কাছে উন্মেষের রহস্য সাগর বহুকাল গোপনে সঞ্চিত৷
পথের সংসর্গে পথ বড়ো হয়ে যায়৷
কাছেই তো ছিল, তবু বুঝিনি কক্ষনো.. গীতা থেকে যুগান্তরে জন্মে গেছে সীতা৷

হে জ্ঞান প্রলয় আনো, ধুয়ে যাও ক্লেদাসক্ত দেশ৷ দ্বেষ যেন নিভে যায় কুয়াশা পেরিয়ে৷ এভাবেই বিবর্তন আনো৷ যাকে বার্তালাপ বলো তারই নাম নিজেকে পেরোনো৷
                     ✍ প্রভাত ঘোষ

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য