পৃষ্ঠা

ওপ্রান্তে যখন সন্ধে, উন্মত্তের আলো.. 
হঠাৎ অতীতে ঢুকে 
গিলে নিচ্ছি ঘন অন্ধকার৷

দূর কোন মেঠো পথে 
ফেলে আসা সুখের অভ্যেস
আগুনের মিতভাষ
সলতে থেকে নেভেনি তখনও৷

বয়স এক শুকানো আঙুর
সিক্ত হলে সামান্যই ফিরে পাওয়া যায়।

পুরোনো জুঁইয়ের ঘ্রাণ,
হাওয়ায় বটের ঝুরি 
              পেছনের ওল্টানো পৃষ্ঠায়৷

সময়ের গল্পগুচ্ছে এটুকু সংক্ষেপ...
সম্পর্ক চুম্বক হলে 
             নিঃশব্দের স্পর্শ পাওয়া যায়৷
                ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য