আহ্বান

কতটা হারানো যায় 
গভীর উপত্যকার নিষ্পাপ ভূমিতে...

উদার বাউল তার গান ঢেলে নির্বাসনগামী৷
প্রতিটি অর্থই কোন গূঢ়মর্মধ্বনি
গুমরে ওঠে অন্দরমহলে৷

শোকছায়া গুহার দু-পাশে
মিলনের ছিন্নজালে ইচ্ছে সমর্পন
মধ্যাহ্নে সময়৷

ঘ্রাণেই প্রবেশ করো
যন্ত্রণা তোমার কেউ নয়৷
                    ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত