কল্পনায় তুমি
আজ খুব কাছে পেলাম তোমায়,
সশরীরে নয়, মনের কল্পনায়৷
সবার সাথে খুব মজা হল,
দিনের শেষে হৃদয় ভরে গেল৷
গাছের তলায় বেঞ্চে বসে তোমায়,
হৃদয়ের কথা বলেছি কল্পনায়৷
সবুজে ঘেরা নীল Swiming Pool এ
কেটেছি সাঁতার তোমার সাথে জলে৷
যদিও ছিলাম সেখানে আমি একাই,
তোমায় ছুঁয়েছি মনের কল্পনায়৷
রাজকিয় সেই Lunch Buffet Hall,
খেতে খেতে দেখা সেই ফোয়ারার জল৷
তখনো তোমায় Table এর পাশে বসে,
জড়িয়ে ধরেছি হৃদয়ের ভাবাবেশে৷
বিকেল বেলা Boating করার ফাঁকে,
শুনি দূরে ওই কোকিল গাছেতে ডাকে৷
তোমায় নিয়ে চলেযাই মাঝজলে,
জড়িয়ে ধরি বসিয়ে তোমায় কোলে৷
মুহুর্তগুলো চাইছি আবার পেতে,
থাকব যেদিন তুমি আমি একসাথে৷
ইচ্ছেগুলো করব সত্যি সব,
শুনব দুজনে কোকিলের কুহু রব৷
— প্রভাত...
Ki dicchis vaai... ektar por r ekta
ReplyDeleteThank U Vai...
Deleteওরে চলবে।।।।
ReplyDeleteThank U re...
DeleteDarun
ReplyDeleteThank U...
DeleteKhub bhalo likhechis. Kalponar madhurjo ... bolai bajulyo
ReplyDeleteThank U Mandy...
Delete