শূন্য বাগিচা
হৃদয় হতে চাহিয়াছি যারে
হয়তো সে মোরে চাহে না,
বাগিচাটি মোর সাজান তবু
কোকিল কুহু গাহে না৷
কহিয়াছি তোরে বহুবার ওরে
কতো তোরে ভালবাসি,
তবু তো আসনি ভাল তো বাসনি
মোর বাগিচায় আসি৷
লাগিছে ক্লান্ত পরিশ্রান্ত
কহিতে মনের কথা,
বুঝতিস যদি আঁখি বহে নদী
গাহে যন্ত্রনা গাথা৷
বসন্ত শুধু থাকে দুই মাস
সে তো বছরের লাগি,
মোর বসন্ত থাকে বারমাস
যদি তোর কাছে থাকি৷
রাখ জেনে মোর ব্যাথিত হৃদয়
সে যে তোরে ভালবাসেনা,
বাগিচাটি আজও শূন্য তবুও
তোর পাখি কাছে আসেনা৷
— প্রভাত...
Sensitive
ReplyDelete