ইচ্ছে হয়

বৃষ্টি হয়ে তোমার গায়ে
ঝরতে আবার ইচ্ছে হয়,
তোমার ফুলের বৃন্ত মাঝে
হারিয়ে যেতে ইচ্ছে হয়৷

বৃষ্টি রাতের বিরিয়ানি,
অমোঘ প্রেমের সে হাতছানি,
প্রেমে হৃদয় ভাসিয়ে দিতে
আবার আমার ইচ্ছে হয়৷
ঘুম চোখে ফের ভালবাসি
বলতে তোমায় ইচ্ছে হয়৷

মাতাল করা তোমার চোখে,
হৃদস্পন্দন বাড়ছে বুকে,
তোমার চোখে স্বপ্ন হয়ে
আসতে আবার ইচ্ছে হয়৷
রাত্রে তোমায় জড়িয়ে আদর
করতে আমার ইচ্ছে হয়৷

চাঁদনি রাতে একলা ছাদে,
এক কাপ চায়ে দুইজনাতে,
তোমার ঠোঁটের আলতো পরশ
চাইতে আবার ইচ্ছে হয়৷
চাঁদ তারাদের স্বাক্ষী রেখে
করতে Promise ইচ্ছে হয়৷

তোমার ভেজা চুলের গন্ধ
মাখতে গায়ে ইচ্ছে হয়,
বৃষ্টি রাতে তোমার সাথে
ভিজতে আবার ইচ্ছে হয়৷

নদীর ধারে তোমার সাথে,
আলতো ছোঁয়া নরম হাতে,
ধীর পায়েতে দুইজনাতে
চলতে আবার ইচ্ছে হয়,
তোমার মুখে ভালবাসি
শুনতে আবার ইচ্ছে হয়৷

                       — প্রভাত...

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য