ভন্ড কবি

মোল্লা যেদিন বলল এসে
কাট মন্ত্রীর মাথা,
টুপি পরা ওই কলমে কি তোর
লাগেনি সেদিন ব্যাথা ?

জনসমক্ষে গঙ্গার ধারে
পুড়ল ভাইয়ের লাশ,
চিতার ধোঁয়ায় হয়েছিল কালো
ধূলাগড়ের আকাশ৷

বলেছিল ওই তাপস যেদিন
রেপ কর ঘরে ঘরে,
ধূলা কি সেদিন উড়েছে আকাশে
তোর কলমের ঝড়ে ?

রানাঘাটে এসে ধর্ষিত হল
একাত্তরের বৃদ্ধা,
তখন কোথায় ছিল বাংলার 
ভন্ড কবি বোদ্ধা ?

আমিনুর এসে কামদুনিতে
করল যেদিন ধর্ষন,
তখন কোথায় ছিল রে কবি
তোর কলমের দর্শন ?
                 — প্রভাত....

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য