ভিখারীনি
একফালি তোর কাপড় দিবি
রাখিব গায়েতে জড়ায়ে,
ছেঁড়া আঁচলের ফাঁক দিয়া বুক
দেখিতেছে মুখ বাড়ায়ে৷
অন্ন বস্ত্র ভাগ্যে নাহি
ফুল ফুটিয়াছে কাননে,
দেখি সহস্র লোলুপ দৃষ্টি
ভয় জাগিতেছে পরানে৷
দেখিনু হেথায় নন্দী পাড়ায়
পোহাতি আমার বোন,
ধর্ষিত হয় ক মাস আগেই
খবর রাখে কজন ?
দু দিন হতে ক্ষিধের পেটে
ভিক্ষা চাহিয়াছিল,
দু টুকরো পাউরুটির দামে
বিক্রি হইয়াছিল৷
আমিও ঘুরি পাড়ায় পাড়ায়
ক্ষিধের জ্বালা পেটে,
বিদেশি কুকুরে পায় অন্ন
আমি লাথি খাই Gate এ৷
কত মন্ত্রী কত Officer
নয়ছয় করে টাকা,
হায় ভগবান রাখিয়াছ তবু
মোদের উদর ফাঁকা৷
ঘুরিছে ধরায় মৃত্যুকামিনী
কত শত অভাগীনি,
একক শব্দে মোর পরিচয়
গৃহহারা ভিখারীনি৷
— প্রভাত...
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..