বাংলার সূর্যোদয়

দেখ্ রে দূরে আসছে উড়ে
আকাশ করে কালো,
ঝড়ের শেষে বাংলায় ফের
উঠবে রবির আলো৷

সাগরের পারে বিদেশেও ওঠে
কত উলুদ্ধনি রব,
কন্ঠ ছাড়িয়া জয়জয়কার
করিতেছে দেশে সব৷

জ্বলিতেছে দেশে রাস্তায় কত
কোটি কোটি কালোটাকা,
দূরবীন হতে দূর্নীতি আজ
কোথা নাহি যায় দেখা৷

লাগায়েছে রঙ যেথায় মানুষ
ধ্বজায় ধ্বজায় গেরুয়া,
উন্নতি সেথা চুমিছে শিখর
দেখ উত্তরে চাহিয়া৷

অসম অরুণাচল হতে
দক্ষিন পানে গোয়া,
দেশদ্রোহি সব ছুটিতেছে আজ
বহে শান্তির হাওয়া৷

পুষে বাংলায় সন্ত্রাসবাদী
ভোটে জেতা যায় যদি,
গঙ্গার সাথে বহিবে অদূরে
রক্তবাহি নদী৷

জাগ্রত হও বাংলাবাসি
জয় কর সন্ত্রাস,
চেতনার আলো লহ বাংলায়
হোক শান্তির বাস৷

                        — প্রভাত...

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য