প্রকৃতির কোলে নববর্ষ
সকল বিষাদ উড়ায়ে দিতে
আসিল বোশেখি ঝড়,
নতুনের ছোঁয়া মাখিল গায়েতে
সকল গ্রাম শহর৷
প্রকৃতি রাঙিল রঙিন ছোঁয়ায়
শিমূল পলাশ ফুলে,
আমগাছে ফোঁটা সদ্য মূকুল
উঠিছে বাতাসে দুলে৷
কয়েক কণার বৃষ্টিধারায়
মাটির সোঁদা গন্ধ,
দূর গাঁয়ে বাজে ধামসা মাদল
আহা! কী আনন্দ৷
গঙ্গার তীরে স্নিগ্ধ বাতাস,
সাদা মেঘে ঢাকা শুভ্র আকাশ৷
গোধূলি বেলার কালবোশেখী,
একা বাতায়নে বৃষ্টি দেখি৷
সকাল সন্ধে আপন ছন্দে
কোকিলের কূহু ডাক,
চৈত্র শেষে নববর্ষ
লহ তুমি বৈশাখ৷
— প্রভাত....
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..