প্রেমের আবীর
সাদাকালো দিনগুলো ফের
একটু রঙিন হোক,
রঙের অজুহাতে তোমায়
আলতো ছোঁয়ার ঝোঁক৷
ঠোঁটের কোনের মিষ্টি হাঁসি,
চাইছে কাছে আবার আসি৷
গাল দুখানি আবীর মাখা
লাল হলুদে মিশে,
তোমার ছোঁয়ায় ভরল হৃদয়
অহঙ্কারের বিষে৷
প্রথম দেখার মুহুর্তরা,
তোমার চোখে প্রেমের ধারা৷
হৃদয় মাঝের ইচ্ছেগুলো,
চাইছে আমায় জড়িয়ে ধর৷
সন্ধেবেলা সেদিন একা,
ভীড়ের মাঝে হঠাৎ দেখা৷
নরম ছোঁয়ায় হৃদয় মাঝে
করলে বজ্রপাত,
আলতো ছুঁলে যেদিন গালে
আবীর রাঙা হাত৷
—প্রভাত...
ছন্দটা বেশ ভাল
ReplyDeleteছন্দটা বেশ ভাল
ReplyDelete