বৈশেখী প্রেম

স্নিগ্ধ শীতল গঙ্গার জল
পাড়ে বসে দুটি মন,
নব বরষের প্রারম্ভেতে
হইল আপনজন৷

হল ফের দেখা দীঘি ধারে একা
উড়িতেছে কেশ বাতাসে,
ফুলের গন্ধে পাতার ছন্দে
বৈশেখী প্রেমে ভাসাতে৷

আমগাছ তলে প্রেমিকার কোলে
খেয়ালে দুখানি মন,
কলেজের মাঠ প্রশস্ত ললাট
বৈশেখী চুম্বন৷

আকাশে আঁধার পথে বিশ্রামাগার
নির্জনে বসে ওরা,
দূরে পড়ে বাজ ছাড়ি সব লাজ
ভয়েতে জড়ায়ে ধরা৷

সন্ধে সকালে বকুলের ডালে
কোকিলের কুহু ডাক,
আজ জনে জনে হৃদয়ের কোনে
প্রেম লহ বৈশাখ৷

                        — প্রভাত...

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত