ক্যামনে নারী পন্য হয়

নারীর রূপে দেখেছি মাতা, নবজীবনের সেই বিধাতা,
নারীই ভগিনী নারীই কন্যা
তবুও নারীর চক্ষে বন্যা৷
সবার জন্য রাত্রি জাগি তাহার নিদ্রা ভঙ্গ হয়৷
হাজার বছর ধরিয়া তবু নারীই কেন পন্য হয় ?

অনাহারে ফুটপাথের ধারে হাজার নারী ভিক্ষা করে,
ঠুকিছে মাথা গাহিছে গাথা
সঙ্গী শুধুই ছেঁড়া কাঁথা৷
সেই নারীরাই পুরুষ মাঝে সস্তা বলে গণ্য হয়৷
পুরুষ ছাড়া নারী কি আর এমনি এমনি পন্য হয়?

হাতছানি দেয় চলচ্চিত্র, জৌলুষ দেখি হারায় চিত্ত৷
কেহ স্বেচ্ছায়, কেহ অসহায়ে
সুখ কন্টক শয্যায় শুয়ে,
হৃদয় দহন করিয়া বহন, স্বপ্ন ছোঁয়ার সেই রামায়ন
প্রোডিউসারের মুখোশধারী রাবণের হাতে ক্ষুন্ন হয়৷
কিছু কিছু নারী আবার এমনি ভাবেও পন্য হয়৷

আপন স্বামী বেচলে যারে সমাজ তারে ক্যামনে ছাড়ে?
দিন বদলায়, বদলায় হাত
বারবণিতার কী বা জাত৷
এই নারীদের পতিতা নাম পরিবারের জন্য হয়৷
দেখ্ রে সমাজ তোর ভগবান এমনি ভাবেও পন্য হয়৷

অল্পকালের স্বল্প প্রেমে, হাজার জীবন যাচ্ছে থেমে৷
থামিবে যেথা প্রেমের তরী
পশ্চাতে সখা মারিবে ছুরি৷
পুড়িবে নারী উঠিবে ধোঁয়া, নারীর হাতেই প্রেমের ছোঁয়া৷
সেই ছোঁয়াতেই সকল পুরুষজাতি নাকি ধন্য হয়৷
বলনা তবু ক্যামনে নারী তোদের হাতেই পন্য হয় ?

                              ✍ প্রভাত...

Comments

  1. ধন্য কবি, ধন্য তব জীবনধারা,
    যতই পড়ি তোমার গাথা, ততই হই বাকহারা।
    Great one sir.

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ বন্ধু...

      Delete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য