নষ্ট বনলতা
দিবালোকের সুদর্শনে মজিছে নারী জনে জনে৷
পার্কে বসে শরীর ঘেঁষে চুম্বন কোন সন্ধিক্ষণে৷
প্রেমিকের হাত, প্রথম আঘাত,
আবেগি মন খোঁজে নির্জন কোণ৷
শরীরী ঝড়ে লজ্জায় পড়ে প্রকৃতি নোয়ায় মাথা৷
আজ দিকে দিকে পাশ্চাত্য শিখে নষ্ট সে বনলতা৷
ভাবিয়া আপন রাত্রিযাপন, সুখের সাগরে মিলায়ে,
দরজা বন্ধ, শরীরী ছন্দ, আব্রু দিয়াছ বিলায়ে৷
প্রেম সুমধুর, মাতা পিতা! ধুর..
প্রেমিক নায়ক, তাহারা অসুর৷
ক্লাস করে বাঙ্ক, গাড়ি চড়ে হাঙ্ক, মদিরার প্রবনতা,
বয়স ষোলয় ছিন্ন বলয়ে আজিকের বনলতা৷
একঘেঁয়ে প্রেম, প্রেমিকের ব্লেম, খোঁজে সে অন্য নারী,
তুমি হে প্রেমিকা দেখ বিভিষিকা, চক্ষে অশ্রুবারী৷
মনে পড়ে মাতা, গাঁথিয়াছে কাঁথা,
সদা তোর লাগি সহিয়াছে ব্যাথা৷
এবার বিবাহ অন্য পাত্রে মানিয়া সকল প্রথা,
রাত্রি অন্য, কক্ষ ভিন্ন, মিলিয়াছে পূর্ণতা৷
সন্দেহ মনে, প্রতি ক্ষণে ক্ষণে, স্বামীর হৃদয় ভার,
শরীরে ক্লান্তি, মনে অশান্তি, ছারখার সংসার৷
স্মৃতিতে সে প্রেম, করিতেছ ঘৃনা,
জ্বলিছে হৃদয়, পুড়িছে আঙিনা৷
বিষাক্ত সে হৃদয়, শরীর বহিছে সিলিং ফ্যান,
একলা নিশীথে পরিণতি পায় সেই বনলতা সেন৷
✍ প্রভাত...
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..