বাঁধন ( লিমেরিক কবিতা )

বৃষ্টি ভেজা একলা দুপুর, চাইছে ফিরে সঙ্গী নুপূর৷
উড়ন কালো মেঘের ভেলা দিচ্ছে ভরে শুষ্ক পুকুর৷

স্বপ্নীল মন বদ্ধ ঘরে
একলা বঁধূর হাপর ধরে৷

সম্পর্কেরা ইচ্ছে ঘোড়ায় পিটছে লোহার ক্ষুর৷

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য