মৃত্যু
আবার যেদিন মৃত্যু আসিবে
দাঁড়ায়ে রবে জীবনের পারে,
সকল তোমার স্মৃতির লেখনি
ধুমায়ীত হবে অন্ধকারে৷
কি বা পরিচয় রহিবে তোমার অপার্থিব দুয়ারে?
সম্পর্কের মোহের বাঁধন
হইবে ছিন্ন পলকে,
পড়ে রবে শুধু নিথর দেহ
সাদা কাপড়ের মোড়কে৷
তবুও কেন প্রতিহিংসার বহ্নি জ্বলিছে শিয়রে?
কৃতকর্মের করিবে হিসাব
শয্যায় শুয়ে মননে,
চাওয়া পাওয়ার যোগ বিয়োগ
লুপ্ত হইবে মরণে৷
তবে কেন কর কলহ বিবাদ বৃথাই অকারণে?
অর্জন কর শত ভালবাসা
স্মৃতির স্বর্ণ সিন্দুকে,
কর্মের লাগি যাহাতে শেষে
সেলাম করে নিন্দুকে৷
জানাবে জীবন ফেরার আর্জি বিধাতার চরণে৷
✍ প্রভাত...
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..