বিবাহ ( লিমেরিক কবিতা )

সম্পর্ক, সাধের গৃহ, শৈশব ও কৈশোরে করিয়া নিলাম,
ভালোবাসা, সুখ, গোছান শরীর তোমায় দিলাম৷

গ্রীষ্মে শীতলতা, শীতের উষ্নতা
ঘুঁচাতে তব শত মলিনতা

অবারিত মাঠে, শুষ্ক ঘাসে শুভ্র শিশির বিন্দু আনিলাম৷

                        ✍ প্রভাত...

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য