জ্যোৎস্না প্রেমের রাত
জ্যোৎস্না ছটায় আকাশ ভরা রাত, মনের ওপর চাঁদের আলোকপাত৷ কলঙ্কে নেই দৃষ্টিহীনের ভয়, অন্ধ না কী ভালবেসেও হয়!! শান্ত জলে চাঁদের ছায়া রোজ প্রেমিক পাখির স্তব্ধ তখন গান৷ চাঁদের বুকে মৃত্যুও সহজ, জমছে যখন টুকরো অভিমান৷ আজকে রাতে চাঁদের দেখা কই? ক্লান্ত না কী? হয়তো কোথাও ব্যস্ত৷ হোক কোন দিন গল্প সামান্যই, আঙুল ছোঁয়ায় চুলও অবিন্যস্ত৷ স্মৃতির চাদর মোড়া হাজার কথায়, হঠাৎ হবে রাত পেরিয়ে ভোর৷ জড়িয়ে ধরে বেবাক নীরবতায়, ভালবাসায় সেকেন্ডও মন্থর৷ ✍ প্রভাত..💛
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..