শ্রমিক ( লিমেরিক কবিতা )

রক্তচোষা মহীরুহ সজ্জিত ফুলে ফলে বাঁচে,
মৃত্তিকায় ফাটল ধরে বেসরকারি চুল্লির আঁচে৷

সেক্স মূর্ছিত সেনসেক্স চড়ে,
হতাশা বেচে ব্যাবসা বাড়ে৷

শ্রমিক জীবন, রক্ত, স্বপ্ন মর্গে কাঁদে এসির নিচে৷

                          ✍ প্রভাত...

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট