নব প্রত্যুষ
প্রতারণাই প্রেরনা দেয়, নতুন ভোরের আশা৷
ডাকছে সীমারেখার পারে নতুন ভালোবাসা৷
খুব সকালে মুক্ত গগনে মেঘ করে কভু ভার,
নব উষারে প্রশমিত করে গহন অন্ধকার৷
মেঘের ভেলা যায় ভাসিয়া কালবৈশেখি ঝড়ে,
দূর কোন এক ব্যাস্ত শহরে বৃষ্টি হয়ে ঝরে৷
ঘন্টাখানেক পরেই ওঠে ঝলমলে রোদ্দুর,
জোয়ার ভাটার মাঝেই জীবন, শেখায় সমুদ্দুর৷
শহরের ট্রাম ফের চালু হয় ব্যাস্ত পরিক্রমা,
সূর্য উঠে বললে ও মেঘ করলাম তোরে ক্ষমা৷
✍ প্রভাত..
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..