বেকারত্ব

আমার পুরান সাইকেল আজ কষ্টে মুহ্যমান,
আমার কিশোরকালীন প্রেম জানে তোমার অবদান৷
ভোর রাতে ঘুম ভাঙিয়ে করা তোমার ফোনকল,
তোমার অভিমানী সুর আর চোখের কোণে জল৷৷
আজ স্মৃতির পাতায় লেখা আমার প্রেমের দিনগুলি,
তোমার গাড়ি ছুটে রাস্তাতে, আমি ফুটপাথ হয়ে চলি৷
তোমার লেটেস্ট হন্ডা সিটি, আমার স্হবির বেকারত্ব,
আমি হাতড়ে বেড়াই স্মৃতি, তুমি নতুন প্রেমে মত্ত৷
তারায় তারায় ভাব জমেছে, চাঁদ হয়েছে ব্রাত্য,
বেকার আমিকে ব্যাঙ্গ করে তোমার আভিজাত্য৷৷
                           ✍ প্রভাত...

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য