ভাঙো_ঘুম (লিমেরিক)

ভগিনী, মাতার ধর্ষকের পোষকের ধুয়েছ চরন,
ক্ষমতার মমতার আশীষে দিকে দিকে রক্তক্ষরন৷

আগ্নেয়াস্ত্রে ক্ষুন্ন মৌলিক অধিকার,
সন্ত্রাসবাদী কন্ঠে "জয় জয় সরকার"৷

সময়ে ভাঙো নিদ্রা, নচেৎ হইবে উলঙ্গ, লুঠিবে আবরন৷
                           ✍ প্রভাত...

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য