বিদ্রোহী ( লিমেরিক )

স্বার্থ মারে বিদ্রাহী বিবেক, পচন ধরেছে মূলে৷
রাজনৈতিক সন্ত্রাসবাদী প্রতি ডালে আছে ঝুলে৷

মানবিকতায় ছুরিকাঘাত,
ডুকরে কাঁদেন রবীন্দ্রনাথ৷

লালসার জেরে বিদ্রোহ করে আজকের নজরুলে৷
                   ✍ প্রভাত...

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য