কেউ তো কথা রাখেনি
তপ্ত দুপুরে উচ্চস্বরে শীতল ছায়ার অঙ্গীকারে,
নেত্রী কহেন বেকারত্ব ঘুঁচবে রাজ্যে চিরতরে৷
ঘুঁচল আশা, অভিলাষা,
মিথ্যা ভোটের সকল ভাষা৷
বেকার আজও রৌদ্রে ঘোরে, কেউ বা আত্মহত্যা করে৷
ভোটের পরে চক্ষু তুলে কেউ তো চেয়ে দেখেনি,
কেউ তো কথা রাখেনি প্রভু, কেউ তো কথা রাখেনি৷
গীতার কথায় ভাষন রাখে, করলে চুরি নরকবাস৷
রাজনৈতিক ডাকাত দেখে ফেলছে মানুষ দীর্ঘশ্বাস৷
সারদা মায়ের ধুইল চরণ,
ঘরে ঘরে বাড়ে রক্তক্ষরণ৷
হে ভগবান এই পাপীদের পাপ কি তুমি দেখনি?
তুমিও কথা রাখনি প্রভু, কেউ তো কথা রাখেনি৷
শিক্ষকতাও বিক্রীত হয় থাকলে ব্যাগে পাঁচটি লাখ,
পাচ্ছে বৃদ্ধি পণের মূল্য, লুকিয়ে কাঁদে গরীব বাপ৷
পুলিশ হলে ঘুষের জেরে
সে সংসারের ভাগ্য ফেরে৷
ঘুষ মহাশয় বদলে ফেলে এফ.আই.আরের লেখনি৷
তুমিও কেন পড়নি প্রভু এ দুর্নীতির কাহিনী?
কেউ তো কথা রাখেনি প্রভু, কেউ তো কথা রাখেনি৷
✍ প্রভাত..
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..