যাপন ও নৈশ-গ্রহণ
১)
গ্রহণ অসহ্য অনুভূতি,
ভোরের বাতাসে ঘন ধোঁয়া৷
আবার কখনো আলো ক্ষীণ হয়ে এলে
বাসযোগ্য অন্য কোন গ্রহ খুঁজে নেব৷
২)
পরিষ্কার থালা, স্বচ্ছ ভাত..
এটুকুই সাধারণ চাওয়া৷
মাড়টুকু উপরি পাওনা৷
কাঁকরে এলার্জি যত, ঘৃণা সহ থুথু ছুঁড়ে ফেলি৷
৩)
আজন্ম শান্তির ঘুম পেতে
কিছু রাত জেগে নিতে হয়, আবহাওয়া বুঝে
হাত শীতে তাপ মেপেছে নিশ্চই৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..