যাপন ও নৈশ-গ্রহণ

১)
গ্রহণ অসহ্য অনুভূতি, 
ভোরের বাতাসে ঘন ধোঁয়া৷
আবার কখনো আলো ক্ষীণ হয়ে এলে
বাসযোগ্য অন্য কোন গ্রহ খুঁজে নেব৷

২)
পরিষ্কার থালা, স্বচ্ছ ভাত.. 
এটুকুই সাধারণ চাওয়া৷
মাড়টুকু উপরি পাওনা৷
কাঁকরে এলার্জি যত, ঘৃণা সহ থুথু ছুঁড়ে ফেলি৷

৩)
আজন্ম শান্তির ঘুম পেতে 
কিছু রাত জেগে নিতে হয়, আবহাওয়া বুঝে
হাত শীতে তাপ মেপেছে নিশ্চই৷
                 ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য