ফাঁক

শুয়ো থেকে প্রজাপতি মাঝে এক অখাত মহড়া৷
ইওহিপ্পাস থেকে বিবর্তন৷
জুতো নিয়মিত ঘষে সোনা, অথবা পুঁজের ঘড়া৷
হাঁটা পথে চরিত্র স্থাপন৷

পান্থ বহুকাল ঘরছাড়া, অথবা ঘরের কোণে
বিশ্বায়ন গিলছে প্রতিদিন৷
আলমারিতে বন্ধ জামা, জং ধরেছে সুতোর কঙ্কালে৷
তার ডাকও শুনিনা ইদানিং৷

ষোল ইঞ্চি স্ক্রিনের ওপারে, এলিয়েন খুঁজি হেরিকেনে৷
অভাগা সময় নেভে প্রায়...
প্রতিটি ইঁটের মাঝে ফাঁক, সিমেন্ট লাগাই যতদিনে
সে ফাঁকে মূহুর্ত গলে যায়৷
                       ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত