বেদ-বিভেদ

যে যা বলছে খিল্লি করছে তুমিও তাতেই বাওবা দাও৷
গন্ড মূর্খ ভীষন দুঃখ মরার আগেই পাল্টে যাও৷
চব্য চোষ্য ঘরেই গিলছ মজায় পরছ জামদানি৷
মরুক কত্তা বাজাও তক্তা আমিও কী আর কম জানি?

আদমি সাচ্চা? শুয়োর বাচ্চা গেটের ভেতর ঢুকছে কে?
জারজ জন্ম নারদ কম্ম সুচ ঢোকাচ্ছ তলপেটে?
নিসনা পাঙ্গা উঠবে ডান্ডা আমিও আরেক গ্রন্থকীট৷
পালিয়ে যাচ্ছ যেই না দেখছ গেটের ভেতর দগ্ধ ইঁট৷

বাঁচাও রাষ্ট্র যুপের কাষ্ঠ নিজের ঘরেই শিক্ষা নেই৷
মন্ত্র পড়ছ মানত করছ আঙুল তুলছ ঋগ্বেদেই!!!
                        ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত