এসো ব্রুশ

যতই মাড়িয়ে চলি বেহায়া বিছুতি
চটির তলানি বেয়ে চোখের কোণায়৷

জ্বালা নয় প্রতিটি চুলকানি,
শ্বাসকষ্ট পুরান ধূলায়৷

মন্দির ঘন্টায়, অভিষেকে জোঁকের চাটন৷
ব্রুশের মাকড়শা ক্লান্ত৷ বৃষ্টি৷ অনটন৷

ক্লেদের নরক, থুতু জমান তলপেটে
অবাধ্য মৃত্যুকে ক্লোন করেছি ফুরসতে৷

রবার্ট... রবার্ট... 
          ফিরে এসো ঐ গুহায়৷
দু-ফোঁটা রোদের যদি ফের দেখা পাই....
                     ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট