ধ্বস

বিশ্বাসে জিজ্ঞাসা... ধ্বস৷

যেহেতু রোষের, প্রতিশোধ৷
নদীচরে 
      পাহাড় 
             স্থাপন৷ 
                     দু-দিকে প্রবাহ ভাসে...
কেন্দ্রবিন্দু শুকানো শ্মশান৷

চকচকে ফাঁদে শান্তির মৃত্যু৷ ধূসর গোধূলী৷
ক্ষণিক চাতুর্যে প্রাপ্তি স্বল্প৷ বিনাশে বয়স৷

শেকড়ের টান শেষ হলে
                    কঙ্কাল দাঁড়িয়ে থাকে শুধু৷
যেহেতু-তে ক্রোধ৷ ক্রোধের যেহেতু৷
                 ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট