পরিযায়ী
জীর্ণ ছাদ, খাট, কপাট৷ প্রথম স্নান,
ভেতর ঘরে দৌড়৷
অন্ধকারে উষ্ণ গায়ে নরম পায়ে
শুঁকতে এল কেউ৷
যে বেল পাতা মিলন প্রথা শিব মাথায়
ঢালছে বহু দিন৷
অচেনা মুখে সদ্য বুকে কোন অসুখে
চাটে কুইনাইন!
মরু তৃষ্ণা, স্রোতে বিছনা, ঠোঁটে, কোণায়
অল্প লেগে সুখ৷
ঘাসের ডগে বিন্দু লাগে দিনের আগে৷
আন্দোলিত বুক৷
নতুন খাট ওদের মাঠ৷ ঘোড়ার নাল
ঘষছে, জ্বলছে পা৷
বাতাস হীন রোদের দিন বিচারাধীন৷
পূর্ণ শবও না৷
বহুগামীতে অগাধ ক্ষিধে মিটছে ফ্রী তে
পরকিয়ার ব্রত৷
যার অধরে উল্কা ঝরে.. থাকছে ঘরে
পরিযায়ীর মত৷
জীর্ণ ছাদ, খাট, কপাট, ধ্বংস হাট
বন্ধ্যা মরু, মৃত৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..