নিশীথের ঘ্রাণ

ঘুমের সমাধি, নিবীড়তা৷ নিশাচর ফোন৷
শুধু গভীরতাহীন৷

বরুফে বাতাসে চোখ বুজে
টেনে নেওয়া ঘ্রাণ জানে
প্রাপ্তি এটুকুই৷

বসন্তের মাদকতা নেই, তবু..
সুরভি লুকানো 
এক কোণে৷

ফোঁটা ফোঁটা ঘি পড়েছে কুণ্ডের আগুনে৷

এখন আগুনও বেশ চেটে চেটে খাই৷
                  ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত