যতিচিহ্ন

প্রতিটি রাস্তায় যতিচিহ্ন৷ 
শেষের কবিতা মানে শেষ কে বলেছে?

জিজ্ঞাসা চিহ্নের খুব স্বভাব খারাপ,
গর্তে সাপ সে খুজবেই৷

বারবার নতুন গন্ধ চায়৷

কী ঝক্কি.. 
       কী ঝক্কি..
             নিজেকেই বুঝতে বুঝতে 
                           দুশ্চিন্তার কাশি৷ 
             সিঁড়ির লোভ, 
সাপের ভয়ে বাঁচি৷

নিজের গোড়ায় কোন মাটি তা জানিনা...
আর তুমি বলছ ভালবাসাবাসি!!
              ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট