যতিচিহ্ন
প্রতিটি রাস্তায় যতিচিহ্ন৷
শেষের কবিতা মানে শেষ কে বলেছে?
জিজ্ঞাসা চিহ্নের খুব স্বভাব খারাপ,
গর্তে সাপ সে খুজবেই৷
বারবার নতুন গন্ধ চায়৷
কী ঝক্কি..
কী ঝক্কি..
নিজেকেই বুঝতে বুঝতে
দুশ্চিন্তার কাশি৷
সিঁড়ির লোভ,
সাপের ভয়ে বাঁচি৷
নিজের গোড়ায় কোন মাটি তা জানিনা...
আর তুমি বলছ ভালবাসাবাসি!!
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..