পরম্পরা
কিছুটা ধোঁয়ার মত, দূরত্বে ঘনত্ব কমে আসে
পুরান সুগন্ধি ফেলে নতু্নের সস্তা সহবাসে...
অভিকর্ষ ছাড়িয়ে ধাঁ...
পিছুটান আলো তো মানে না৷
ধাক্কা খেলে বিচ্ছুরণ মনের স্বভাব৷
পরম্পরা ছেড়ে ফ্যাসিবাদ৷
বাতাসের ঠিকানা অজানা৷
সে তার পথের কারখানা৷
মহাকর্ষ পারে যদি কক্ষপথে ব্রক্ষ্ম বেঁধে নিতে...
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..