পরম্পরা

কিছুটা ধোঁয়ার মত, দূরত্বে ঘনত্ব কমে আসে
পুরান সুগন্ধি ফেলে নতু্নের সস্তা সহবাসে...

অভিকর্ষ ছাড়িয়ে ধাঁ...
         পিছুটান আলো তো মানে না৷

ধাক্কা খেলে বিচ্ছুরণ মনের স্বভাব৷
                          পরম্পরা ছেড়ে ফ্যাসিবাদ৷

বাতাসের ঠিকানা অজানা৷
               সে তার পথের কারখানা৷

মহাকর্ষ পারে যদি কক্ষপথে ব্রক্ষ্ম বেঁধে নিতে...
                      ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট