তৃষ্ণা
পাঁকের দীঘিতে ডুব৷ অচেনা হরিণ
ডাকে এসো কাছে আরও কাছে৷
সে যে অভিশপ্ত ছায়া সে খেয়াল নেই৷
নেশায় ঈশ্বর-ও ডোবে৷
মায়াবিনী রাত...
সঙ্গমের তৃষ্ণা শেষে ছুঁড়ে ফেলে লাশ৷
অপেক্ষা নতুন আবহের৷
তৃষ্ণার বিনাশ নেই৷
অতৃপ্ত আত্মারা বার্তা পাঠায় বিরহে৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..