সিগন্যাল

আমার        ঘাসের ডগায় ভুল
হঠাৎ           বাষ্পে জমে ছাই৷
ট্রেন-ও        দৌড়োতে মশগুল
লাইন          নামতা ভুলে যায়৷

পাশেই         তপ্ত গ্রানাইট,
হলুদ           সমস্ত সিগন্যাল৷
লবন           মাপের দেওয়াই ঠিক
রাডার         বে-চাল হলেই ব্যাস....

সময়            হিসেব করে না
বাতাস          চলছে না কী স্থির৷
যখন            দগ্ধ নিজের পা
মজার          গান ধরে বস্তি৷

নতুন             বাল্বে ফিলামেন্ট
হঠাৎ             ফিউজ হলেই কেস...
হোঁচট           ধোয়না ডিটার্জেন্ট৷
তোমায়         দাঁড় করাবে কে?
            ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত