বকেয়া

ধূসরের-ও স্বাদ নিতে হয়, রঙিন সময় বড় কম৷
পেছনে লাগাম নেই কোন, রুমালে আত্মসংযম৷

মাধুকরী কাক নয়, বিষাদীয় কোকিলের ডাক-এ
রপ্ত করি৷ লাঠি ধরে পারাপার অক্ষম বৃদ্ধাকে৷

চা-এর ভাঁড়ে
           অবজ্ঞাটুকু
                    শুষে নিয়ে ডাস্টবিনগামী৷
ঘড়ির সফর শেষে
                     সবাইতো ট্রেন থেকে নামি৷

জানালার পাশে বসে মাঝে মাঝে সিনেমা রিপিট৷
গল্পের অন্তরা জানে ঝিম ধরা হেলানের সিট৷

একে একে খালি হয় ভিড় বগি, ট্রেনের বাঙ্কার...
ভাগ হতে হতে অবশেষে থাকে একা সংখ্যা৷

ফাঁকায় ঝিঁঝিঁর ডাক কেউ শোনে৷ ভাবি কান্না
মুঠো করে বসে, যার বিষাদ-ই মানসকন্যা৷

শেষ সিকি বকেয়ার, খরচ-ও নিঃসার খাতে৷
হয়তো বিষাদে নয় সে'ও বাঁচে অন্য কোন স্বাদে৷
                     ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য